প্রচ্ছদ > বিনোদন >

আমি অসুস্থ নই, ওটা ফেক আইডি : ববিতা

article-img

গতকাল সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়। মূলত ববিতার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ খবর ছড়ায়। তবে এ অ্যাকাউন্ট আদতে সত্য নয়, আর ববিতাও মোটেও অসুস্থ নন।

 

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ববিতা নিজেই। 

 

মঙ্গলবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ নায়িকা বলেন, 'আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।

 

আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায় তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।'   

 

এর আগে মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে ববিতা কালের কণ্ঠকে বলেন, 'এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয় স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করবো বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি।' 

 

এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। তিনি বলেন, 'আমি তো জানি আমার কথা। কারণ আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, "আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন।"  এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।'

 

ববিতা এখন ঢাকার গুলশানের বাসাতেই আছেন জানিয়ে বললেন, 'আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।'

এদিকে, ববিতার নামে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে অসুস্থতার কথা বলা হয়। ফলে নেটিজেনরা সহজেই বিশ্বাস করে বসেন তাদের প্রিয় অভিনেত্রী খুবই অসুস্থ। শুধু সাধারণ নেটিজেনরাই নয়, তারকারাও বিভ্রান্ত এ ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে। এ পোস্টে লাইক রিয়েকশন করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গায়ক এসডি রুবেলের মতো তারকারা। 

১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রায় তিনশ সিনেমায় অভিনয় করা এ কিংবদন্তি অভিনেত্রী পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার।